Buy Blue Sapphire (Neelam Stone) Online at Best Price - নীলা পাথরের দাম কত টাকা?
সিলনি নীলা পাথরের দাম কত (Srilanka Blue Sapphire Gemstone Price): নীলকান্তমণি বা নীলা মুলত নীল রঙের হয়। নীলাকে হিন্দিতে নীলম, ফারসীতে কবুদ সংস্কৃতে নীলাশ্ম, ইন্দ্রনীল, মহানীল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। নীলা পাথরকে দেশ ভেদে বিভিন্ন নামে ডাকা হয়। আসুন জেনে নেই।
-Online-at-Best-Price---%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE.jpg)
- নীলা পাথর কত প্রকার?
- কি কি নামে ডাকা হয় নীলা পাথরকে ?
- কোন দেশের নীলা পাথরের দাম কত টাকা?
(২) কি কি নামে ডাকা হয় নীলা পাথরকে ? আপনি জানেন কি?
নীলা পাথরকে আরো ভিবিন্ন নামে ডাকা হয় চলুন সে নাম গুলো জেনে নেয়া যাক।☛ রাশি রত্ন নীলা পাথরকে যে ডাক নাম তা হলো —
- ইন্দ্র নীলা রত্ন পাথর (indro Nila Pathor)
- রক্তমুখী নীলা রত্ন পাথর (Raktamukhi Neela Pathor)
- পীতাম্বর নীলা রত্ন পাথর (Pitambari Nela Pathor)
- শ্বেত নীলা রত্ন পাথর (Seth Neelam Stone)
- কৃষ্ণ নীলা রত্ন পাথর (Seth Neelam Stone)
- অপরাজিতা নীলা রত্ন পাথর (Krishna Neelam Gemstone)
- ময়ূরী নীলম রত্ন পাথর (Mayuri Neelam Pathar)
- গঙ্গাজল নীলা রত্ন পাথর (Gangajal Neelam Pathor)
- ষ্টার নীলা রত্ন পাথর (Star Blue Sapphire)
- পদ্মনীলা রত্ন পাথর (Podma Nila Pathor)
(১) কোন দেশের নীলা পাথরের দাম কত টাকা? আপনি জানেন কি?
সিলনি নীলা পাথরের দাম কত: রত্ন পাথর এর দাম নিয়ে মানুষের হাজারো কৌতুহল রয়েছে, অধিকাংশ সময় আমাদের কাছে ফোন করে কাস্টমাররা দাম জানতে চান তাহলে চলুন জেনে নেই।
অরিজিনাল সিলংকান নীলা পাথরের দাম ১০,০০০/- টাকা পার ক্যারেট থেকে শুরু করে ১ লক্ষ টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে। যেমন ধরুন: একটা ১০ ক্যারেটের নীলার দাম ৮০,০০০/- হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
☛ আফ্রিকান নীলা পাথর।
অরিজিনাল আফ্রিকান নীলা পাথরের দাম ২০০০/- টাকা পার ক্যারেট থেকে শুরু করে ১০,০০০/- লক্ষ টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে। তবে ভালো কোয়ালিটির আফ্রিকান নিলা স্টোন আরো বেশি দামেও কিন্তু পাওয়া যায়। যেমন ধরুন: একটা ১০ ক্যারেটের নীলার দাম ২০,০০০/- হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
☛ ব্যাংকক নীলা পাথর।
ব্যাংকক নীলা পাথরের দাম কম হয়ে থাকে। কাজের ক্ষেত্রে এই পাথর খুব একটা কাজ করেনা। তবে ব্যাংকক নীলা পাথর এর চাইতে সিলংকান ও আফ্রিকান নীলা পাথর অনেক গুনে ভাল কাজ করে। ব্যাংকক নীলা পাথরের দাম ২০০/- টাকা পার ক্যারেট থেকে শুরু করে ৫০০/- টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে। তবে ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে।
☛ পদ্ম নীলা (অ্যামেথিস্ট)
(Amethyst Gemstone) যাকে বাংলাতে রাজ ভক্ত নীলা অথবা পদ্ম নীলা পাথর ও সন্ধ্যামণি বলা হয়। অ্যামেথিস্ট পাথর ব্রাজিল, আফ্রিকা, উরুগুয়ে পাথর গুলো ভালো হয়ে থাকে।
অরিজিনাল অ্যামেথিস্ট পাথরের দাম ৮০০/- বা ১০০০/- টাকা পার ক্যারেট থেকে শুরু করে ৫০০০/- হাজার টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে।
যেমন ধরুন: একটা ১০ ক্যারেটের পদ্ম নীলার দাম ৮০০০/- হাজার টাকা থেকে ৫০,০০০/- হাজার টাকা পর্যন্ত হতে পারে।
(Gemstones Price) পাথরের দাম নির্ভর করে পাথরের ওজন (Weight Of Gemstones) মানে কত ক্যারেট বা কত রতি মধ্যে নিতে চান? পাথরের মাঝে হাজার হাজার রং আছে তবে ভাল কালার এর উপর ভাল দাম নির্ভর করে। অবশ্যই ভালো দেশের, ভালো কালার, বর্ণ দেখে পাথর কেনার চেষ্টা করবেন। আপনি যখন নীলা পাথর সহ অন্য কোন প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন তখন মনে রাখা ভালো যে পাথরের কোন নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুদ পাথরের মধ্যে থেকেই ভালো খারাপ কোয়ালিটির হিসেব করা হয়।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। (Astrologer Doyal Delowar Chishti)