Nila Blue Sapphire Stone Benefits - (নীলা) নিলা পাথরের উপকারিতা
(নীলা) নিলা পাথরের উপকারিতা: জন্মকালে বা শনির গোচরকালে অথবা অশুভ শনির দশা অন্তর্দশার সময়কালে অভিজ্ঞ জ্যোতিষীগত জাতক/জাতিকাকে উত্তম (Blue Sapphire) নীলা ধারণের পরামর্শ দেন। কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুপারস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন (Aishwarya Rai Bachchan),
-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE.jpg)
সুরকার এর.আর রহমান (A. R. Rahman), সনু নিগম প্রমুখ (Sonu Nigam) নিলা রত্ন এ পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায়। ফলে সম্মান, প্রতিপ্রত্তি ও সুনাম বেড়ে যায়। তবে যখন আইনগত জটিলতা, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা, নিরাশা, উন্নতিতে বাধা কাটাতে জাতক-জাতিকার জন্য নীলা পাথর ধারণের পরামর্শ দেওয়া হয়।
- কেনো নীলা পাথর ধারণের পরামর্শ দেন।
- জ্যোতিষ শাস্ত্রানুসারে কোন রাশির জন্য নীলা পাথর রয়েচ্ছে?
- কোন দেশের নীলা ভাল হয়ে থাকে? কি পরিমান দাম হয়?
(১) কেনো নীলা পাথর ধারণের পরামর্শ দেন। আপনি জানেন কি?
জন্মকালে বা শনির গোচরকালে অথবা অশুভ শনির দশা অন্তর্দশার সময়কালে অভিজ্ঞ জ্যোতিষীগত জাতক/জাতিকাকে উত্তম (Blue Sapphire) নীলা ধারণের পরামর্শ দেন। কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুপারস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন (Aishwarya Rai Bachchan), সুরকার এর.আর রহমান (A. R. Rahman), সনু নিগম প্রমুখ (Sonu Nigam) নিলা রত্ন এ পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায়। ফলে সম্মান, প্রতিপ্রত্তি ও সুনাম বেড়ে যায়। তবে যখন আইনগত জটিলতা, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা, নিরাশা, উন্নতিতে বাধা কাটাতে জাতক-জাতিকার জন্য নীলা পাথর ধারণের পরামর্শ দেওয়া হয়।
(২) জ্যোতিষ শাস্ত্রানুসারে কোন রাশির জন্য নীলা পাথর রয়েচ্ছে? আপনি জানেন কি?
শনি গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পেতে নীলা পাথর সাহায্য করে থাকে। বিশেষ করে যাদের (Cancer) June 21 – July 20 কর্কট রাশি (২১শে জুন – ২০ জুলাই) ও (Aquarius) Jan 20 – Feb 18 কুম্ভ রাশি (জানুয়ারি ২০ – ফেব্রুয়ারি ১৮) এবং (Capricorn) Dec 21 – Jan 19 মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি) তাদের রাশির প্রধান রত্নপাথর হচ্ছে ইন্দ্র নীলা পাথর। এই রাশির জাতক / জাতিকাদের শুভ রত্নপাথর হলো নীলা পাথর, এই নীলা পাথর সবার জন্য নয় কেননা যাদের (Saturn Planet) শনি গ্রহ অশুভ শুধু মাত্র তাদের ক্ষেত্রে। তবে কর্কট, কুম্ভ ও মকর রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা নিলা পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে নীলা পাথর ব্যবহারে আপনার অনেক ক্ষতি হয়েও যেতে পারে। (নীলা) নিলা পাথরের উপকারিতা
(৩) কোন দেশের নীলা ভাল হয়ে থাকে? কি পরিমান দাম হয়? আপনিনীলা জানেন কি?
নীলার রাসায়নিক উপাদান অ্যালুমিনিয়াম অক্সাইড এবং স্যাফায়ারের অন্যান্য উপাদানে খনিতে নীলার সৃষ্টি । এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। মুলত শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার বার্মা, অষ্ট্রেলীয়া ও আফ্রিকা নীলা, উল্লেখযোগ্য স্থান থেকে আসে এছারাও পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। তবে কাষ্মীরের নীলা ও শ্রীলংকান নীলা পাথর জগৎবিখ্যাত।
নীলা রত্নপাথরের দাম কত?
রত্নপাথরটি ভিবিন্ন রকম দামের আছে, তবে দাম নির্ভর করে – নীলা রত্ন পাথরের ওজন, – নিলা পাথরের ভাল কালার, – নীলা রত্ন পাথরের ভাল কাটিং, – ভাল স্থানের নিলা পাথর , – এবং ভাল কোয়ালিটির উপর, যেমন শ্রীলংকান নীলা পাথর পার ক্যারেট সর্বনিন্ম ৩০০০/- টাকা থেকে শুরু হয়ে থাকে, এমন ভাবে রত্নের দাম – দেশ ও কোয়ালিটি অনুযায়ি হয়ে থাকে। তাই সঠিক ও খাঁটি রত্নের দাম জানতে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞে সাথে আলোচনা করে কেনার চেষ্টা করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।