Side Effects of Blue Sapphire Neelam Stone - রাশিরত্ন নীলা পাথরের অপকারিতা।
নীলা রাশিরত্ন পাথরের অপকারিতা: (Negative Effects of Blue Sapphire Neelam – Nila Gemstone) নীলা পাথরের উপকার যেমন আছে তেমনি পাথরের অপকারিতাও আছে – নীলা পাথর হল (Rashi Ratna) রাশি রত্ন পাথরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রত্নপাথর।
এই পাথর ধারণ করলে উপকার ও অপকার দুইই হতে পারে। নীলা যাদের জন্য উপযোগী, এই রত্নপাথর তাদের রাজা বানিয়ে দিতে পারে। কিন্তু (Neelam Stone) নীলা উপযোগী না হলে জীবন ছারখার হয়ে যায়।
- কোন রাশির জন্য নীলা পাথর ক্ষতিকর?
- নীলা পাথর কোন আঙুলে পরবেন?
- আপনার জন্য কত ক্যারেট নীলা সঠিক?
- নকল নীলা হাতে পড়ে নিজের ক্ষতী করছেন নাতো?
(১) কোন রাশির জন্য নীলা পাথর ক্ষতিকর? আপনি জানেন কি?
বিশেষ করে যাদের (Cancer) June 21 – July 20 কর্কট রাশি (২১শে জুন – ২০ জুলাই) ও (Aquarius) Jan 20 – Feb 18 কুম্ভ রাশি (জানুয়ারি ২০ – ফেব্রুয়ারি ১৮) এবং (Capricorn) Dec 21 – Jan 19 মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি) এই রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল নিলা পাথর। তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা নীলা পাথর ধারনে খুব সাবধান (Original Blue Sapphie) নীলা উপযোগী না হলে জীবন ছারখার হয়ে যায়। নীলা পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন (Gem Expert) রত্ন বিশেষজ্ঞের অথবা (Tantric Astrologer) তান্ত্রিক জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে আপনাদের জন্য নীলা রত্ন ভিশন অশুভ এবং আপনার জীবনের সব দিকে ক্ষতিকর প্রবাভ ফেলতে পারে।
(২) নীলা পাথর কোন আঙুলে পরবেন। আপনি জানেন কি?
অভিজ্ঞ (Astrologer) জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের (Gem Expert) পরামর্শ নিয়ে হাতের মধ্যমা আঙ্গুলে (Middle Finger) নিলা পাথর ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায়। এবং বাম হাতের মধ্যমা আঙ্গুলে (Middle Finger) নিলা পাথর ধারন করতে পারেন। কিন্তু অন্য আঙ্গুলে পরার্মশ ছাড়া পড়লে (Planet Saturn) শনির অশুভ প্রবাভ আপনার জীবনের সব দিকে ক্ষতি করতে পারে। পরামর্শ ছাড়া কোনো নীলাই ব্যবহার করা উচিত নয় । কারণ নীলা ব্যবহারে উপকার যতোটুকু, তার থেকে বেশি ক্ষতিকর । (Side Effects of Neelam Stone) নীলা পাথরের অপকারিতা (ক্ষতি) থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের নীলা পাথর ধারন করতে হবে।
(৩) আপনার জন্য কত ক্যারেট নীলা সঠিক? নীলা কোন দেশেরটি ভাল?
(Planet Saturn) শনির দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য নীলা ধারণ করা হয়ে থাকে, গ্রহ দশা অনুযায়ী আপনার (Stone Weight – Per Carat) কত ওজনের নিলা পাথর ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? সেই বিষয়টি (Gem Expert) রত্ন বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিক ভাবে জেনে তা ধারন করবেন। তা না হলে নীলা (Nila Stone) পাথরের ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। তখন হতাশ হয়ে পড়তে পারেন।। এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। তবে কাষ্মীরের নীলা (Kashmiri Sapphire Stone) ও শ্রীলংকান নীলা (Sri Lanka Blue Sapphire) পাথর জগৎবিখ্যাত।
(৪) নকল নীলা হাতে পড়ে নিজের ক্ষতী করছেন নাতো?
(Neelam Stone ) বলা হয় নীলা আমাদের ভাগ্যে রাজযোগ নিয়ে আসে। নীলা কিন্তু খুবই সাংঘাতিক একটি গ্রহরত্ন (Rashi Ratno)। অনেকে আবার নকল নীলা ধারণ করেন, ফলে দীর্ঘদিন নীলা ধারণ করেও কোনো উপকার পান না। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে নীলা ধারন করেন, তাহলে নীলা কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। আসল নীলা রত্ন পাথর ক্রয় করে ধারণ করার চেষ্টা করবেন, (Fake BLue Sapphire Stone) নকল নীলা পাথর ধারণ করলে তার অপকারিতা কিন্তু আপনার উপর খারাপ প্রভাব ফেলবে জীবনে নানা রকম সমস্যার জর্জরিত হতে পারেন। তাই নীলা পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ একজন রত্ন বিশেষজ্ঞের অথবা তান্ত্রিক জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। নীলা রাশিরত্ন পাথরের অপকারিতা।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। (Astrologer Doyal Delowar Chishti)